ফেসবুকে পোষ্ট করা বা প্রচার-প্রচারণা সংক্রান্ত নির্দিষ্ট নীতিমালা রয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের এসব নিয়ম-নীতি মেনে কন্টেন্ট পোস্ট করতে হয়। ফেসবুকে কি কি করা যাবে না সেটা সম্পর্কে আমাদের সকলের পরিষ্কার ধারণা থাকা উচিৎ। কয়েক পর্ব করে লিখার চেষ্টা করবো।
ফেসবুকে কি কি করা যাবে না সেটা সম্পর্কে আমাদের সকলের পরিষ্কার ধারণা থাকা উচিৎ। কয়েক পর্ব করে লিখার চেষ্টা করবো।

নীতিমালা রয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের এসব নিয়ম-নীতি মেনে কন্টেন্ট পোস্ট করতে হয়।
আজ ১ম পর্ব
হিংসা ও প্ররোচনাঃ
অনলাইনে প্রচারণা চালালে অফলাইনে মানুষের ক্ষতি হতে পারে এমন কোনো কন্টেন্ট প্রচার-প্রচারণা করতে দেয় না ফেসবুক কর্তৃপক্ষ।
হিংসার আহবান, হুমকি, শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে এমন কোনো কন্টেন্ট ফেসবুক কর্তৃপক্ষ নোটিশ করার পর একাউন্ট থেকে ডিলিট করে এবং অনেক ক্ষেত্রে একাউন্ট বন্ধ করে দেয়।
বিপজ্জক ব্যক্তি এবং সংস্থাঃ
বিশ্বের ক্ষতি হবে এমন হিংসাপূর্ণ মিশনের প্রচার করা বা যুক্ত থাকা কোনো সংস্থা বা ব্যক্তিকে ফেসবুক-এ উপস্থিত থাকার অনুমতি দেয় না কর্তৃপক্ষ ।
এর মধ্যেঅন্তর্ভুক্ত রয়েছে নিম্নলিখিত বিষয়ে যুক্ত সংস্থা বা ব্যক্তি বিশেষ:
- সন্ত্রাসী কার্যকলাপ
- গণ হত্যা (প্রচেষ্টা সহ) অথবা একাধিক হত্যা
- মানব পাচার
- সংগঠিত হিংসা বা অপরাধমূলক কার্যকলাপ
এই সব কার্যকলাপের সাথে জড়িত গোষ্ঠী, নেতা বা ব্যক্তিকে সমর্থন করা বা তাদের প্রশংসা করা কনটেন্টও মুছে ফেলে ফেসবুক ।
অনলাইনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জন্য ফেসবুক এই পলিসি মেনে চলে।
ক্ষতি সাধন করা ও অপরাধ প্রচার করাঃ
অফলাইন ক্ষতি ও কপিক্যাট আচরণ আটকানোর চেষ্টা করে যাচ্ছে ফেসবুক।
কোন মানুষ, ব্যবসা, সম্পত্তি বা জীবজন্তুকে লক্ষ্য করে নির্দিষ্ট কিছু অপরাধমূলক বা ক্ষতিকারক কাজকর্ম পরিকল্পনা করা, সংগঠিত করা, প্রচার করা বা স্বীকৃতি দেওয়াকে নিষিদ্ধ করেছে ফেসবুক।
নিয়ন্ত্রিত পণ্যঃ
নিরাপত্তাকে উৎসাহ দিতে এবং সাধারণ আইনি সীমাবদ্ধতার সাথে সম্মত হতে ফেসবুক কর্তৃপক্ষ ব্যক্তি, নির্মাতা এবং খুচরা বিক্রেতাদের অ-চিকিৎসা সংক্রান্ত ওষুধ, ফার্মাসিউটিক্যাল ওষুধ এবং মাদক কেনা, বেচা বা ব্যবসা করার প্রয়াসকে নিষিদ্ধ করেছে।
এছাড়াও ফেসবুকে ব্যক্তিদের মধ্যে ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্রের পার্টস বা গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র কেনাবেচা, উপহার দেওয়া, বিনিময় ও হস্তান্তর নিষিদ্ধ করেছে।
প্রতারণা ও ছলনাঃ
প্রতারণামূলক কাজকর্ম যা মানুষ বা ব্যবসার ক্ষতি করতে পারে তা আটকাতে ফেসবুক সবসময় সতর্ক।
উদ্দেশ্যমূলকভাবে প্রতারণা করা, ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করে টাকা বা সম্পত্তির জন্য অন্যের সাথে প্রতারণা করে এমন কনটেন্টকে মুছে ফেলে।
প্রথম পর্ব এতটুকুই