ইন্সটাগ্রাম একটি সোশ্যাল মিডিয়া যেখানে অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করা হয়। বর্তমানে ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রাম সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে এটি ফেসবুক থেকে অনেক আলাদা। মার্কেটিংয়ের এটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
– ইন্সটাগ্রাম এর মাধ্যমে ছবি এবং ১৫ সেকেন্ডের দৈর্ঘ্যর ভিডিও আপলোড করা যায়।
– প্রতিদিন ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে যারা কিনা ফটো শেয়ার করে থাকে।
– প্রতিদিন ৭০ মিলিয়ন স্থিরচিত্র এবং ভিডিও শেয়ার করা হয় ইন্সটাগ্রাম এর মাধ্যমে।
ইন্সটাগ্রাম মার্কেটিংঃ
১। ইন্সটাগ্রামে মার্কেটিং করতে হলে আপনার একটি বিজনেস একাউন্ট লাগবে। যেখানে, নিশ রিলেটেড ইউজার নেম থাকবে। সাথে চমৎকার একটি বায়ো থাকবে। এটি অবশ্যই ইউনিক হতে হবে।
২। প্রোফাইল পুরোপুরি কমপ্লিট করার পর নিশ রিলেটেড ফটো পোস্ট করবেন বেশ কয়েকটি যাতে অ্যাকাউন্টটি খালি মনে না হয়।
৩। প্রতিটা পোস্টের সুন্দর বর্ণনা থাকবে। যা ক্রেতাকে আর্কষণ করবে।
৪। কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবেন বা নিজে ডিজাইন করা। অন্য কোনো কালেক্টেড ইমেজ ব্যবহার করলে অনুমতি সহ ক্রেডিট দিতে হবে না হলে আইডি ব্যান হওয়ার ঝুঁকি আছে।
৫। মানসম্পন্ন ছবি বা ভিডিও পোস্ট করার পরে আপনাকে মনোযোগ দিতে হবে পোস্ট রিচ এবং এনগেজমেন্টের দিকে। হ্যাশট্যাগের সঠিক ব্যবহার এই কাজটি সহজ করে দেয়।
৬। প্রতিদিন দুই তিনটির বেশি পোস্ট করবেন সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে। এবং রিচ ও এনগেজমেন্টের ফলাফল লক্ষ রাখতে থাকবেন৷ অডিয়েন্সের সাইকোলজি এনালাইসিস করে পোস্ট করার চেষ্টা করবেন৷ এবং কখন পোস্ট করলে রিচ বেশি হয় তা খেয়াল রাখবেন।
৭। নিশ রিলেটেড হ্যাশট্যাগ যতবেশি ব্যবহার করতে পারবেন ততবেশি আপনার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন।
৮। যে পোস্টগুলোতে রিয়াক্ট বা এনগেজমেন্ট বেশি সেগুলোকে বুস্ট করে আরো বেশি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন।
৯। যারা পোস্টে লাইক দেয় তাদের ফলো রিকুয়েষ্ট দিয়ে ফলোয়ারিং বাড়াতে থাকুন। এভাবে আরো বেশি রিচ হয়।
১০। কিছু কিছু পোস্ট শুধু এনগেজমেন্টের জন্য করবেন। অডিয়েন্সের রেসপন্স দেখার জন্য।
সহজে বলতে গেছে এভাবেই ইন্সটাগ্রাম মার্কেটিং করা হয়। ইন্সটাগ্রাম মার্কেটিংয়ের যেকোনো সার্ভিস দিতে আপনাদের পাশে আছে আর্টশালা।
টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন নিয়ে আপনার সাথে আছে টিম Art Shala অভিজ্ঞ টিম থেকে ইন্সটাগ্রাম মার্কেটিংয়ের সেবা নিতে আমাদের সাথে থাকুন। আপনার প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা পেতে বা আমাদের সার্ভিস সম্পর্কে জানতে ইনবক্স করুন।হোয়াটসঅ্যাপে যোগোযোগ করতে চাইলে ক্লিক করুন।সরাসরি কথা বলতে কল করুন 01839232298 নাম্বারে।টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন নিয়ে আপনার সাথে আছে টিম Art Shala